৭০ হাজার পিস ইয়াবা নগদ ৫০ হাজার টাকা সহ মাদক দ্রব্য নিয়ন্ত্রণের সহকারী কর্মকর্তা গ্রেফতার দৈনিক মৌলভীবাজার দৈনিক মৌলভীবাজার প্রকাশিত: ৯:০৪ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০২৪ গতকাল শনিবার রাতে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের রামু মরিচ্যা বিজিবি চেকপোস্টে বাস তল্লাশি করে ইয়াবা ও নগদ টাকাসহ ওই কর্মকতাকে গ্রেপ্তার করে বিজিবি সদস্যরা। তবে রোববার বিকেলে আটকের বিষয়টি নিশ্চিত করে বিজিবি। ঐ কর্মকর্তার নাম মো. আমজান হোসাইন। তিনি টেকনাফের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী উপ–পরিদর্শক। বিজিবি তার কাছ থেকে ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করে। রামু–৩০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ জানান, রামুর মরিচ্যা বিজিবি যৌথ চেকপোস্টের সদস্যরা টেকনাফ থেকে আসা ইম্পেরিয়াল পরিবহনের একটি বাস তল্লাশির সময় আমজাদকে জিজ্ঞাসাবাদের জন্য বাস থেকে নামায়। জিজ্ঞাসাবাদে কথার গড়মিল থাকায় ব্যাগ তল্লাশি করা হয়। এসময় ওই ব্যাগে ৭০ হাজার পিস ইয়াবা ও নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। রোববার তাকে ইয়াবাসহ রামু থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান বিজিবি অধিনায়ক। SHARES অপরাধ বিষয়: