কালোবাজারে টিকিট বিক্রি করা সেই জসিম গ্রেপ্তার

প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ণ, মে ১, ২০২৪

গাইবান্ধায় কালোবাজারে ট্রেনের টিকিট বিক্রি করায় অভিযুক্ত জসিমকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।বিশেষ ক্ষমতা আইনে করা এ মামলায় সোমবার সন্ধ্যায় বোনারপাড়া রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে গাইবান্ধার রেলওয়ে পুলিশ। এরপর মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় তাকে।

সাঘাটা উপজেলার রাঘবপুর গ্রামের বাসিন্দা জসিমকে গ্রেপ্তার এবং কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন বোনারপাড়া রেলওয়ে পুলিশের ওসি খাইরুল ইসলাম।